ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
মৌলভীবাজারে দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারে দুর্বৃত্তের হামলায় আহত জুয়েল আহমদ (২২) মারা গেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



জুয়েল আহমদ শহরের ৯নং ওয়াডের খিদুর এলাকার বাতির মিয়ার ছেলে।

জুয়েলের চাচা মো. ফয়সল আহমদ বাংলানিউজকে জানান, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে জুয়েল শহরের কুসুমবাগ এলাকায় তার ছোট বোনের জন্য ওষুধ কিনতে যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা থাকে ধারালো দা দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।

মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদ আহমদ বিষযটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।