ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাচারকালে স্কুলছাত্র উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
পাচারকালে স্কুলছাত্র উদ্ধার, আটক ১ রফিকুল ইসলাম

বেনাপোল (যশোর): ভারতে পাচারকালে যশোরের বেনাপোল চেকপোস্টের সাদিপুর মোড় থেকে রফিকুল ইসলাম (১১) নামে এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।  
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে উদ্ধার করে।

এ সময় ইব্রাহিম নামে পাচারকারীকে আটক করে পুলিশ।  
 
রফিকুল খুলনা ডালমিল পুলিশ ফাঁড়ি এলাকার শাহ আলমের ছেলে। সে ওই এলাকার সোনাপোতা প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
 
পাচারকারী ইব্রাহিম যশোর নোয়াপাড়া স্টেশন এলাকার বাশার মোল্লার ছেলে।
 
পুলিশ জানায়, রফিকুলের বাবার একটি খাবার হোটেলে কাজ করতেন ইব্রাহিম। পাঁচ মাস আগে তিনি ওই হোটেলের কাজ ছেড়ে দেন।  
 
১৯ ফেব্রুয়ারি সকালে ইব্রাহিম পুনরায় ওই এলাকায় যান এবং কৌশলে বেড়ানোর কথা বলে রফিকুলকে সঙ্গে নিয়ে আসেন। বিষয়টি শিশুটির পরিবারের কেউ জানতেন না।  
 
শনিবার বিকেলে তিনি শিশুটিকে ভারতে পাচার করার উদ্দেশে বেনাপোল চেকপোস্টে নিয়ে আসেন ইব্রাহিম। এ সময় রফিকুল অটোরিকশা থেকে পুলিশকে দেখতে পেয়ে বাঁচাও বলে চিৎকার করলে পুলিশ তাকে উদ্ধার করে এবং পাচারকারীকে আটক করে।  
 
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।