বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই দেশের আগত অতিথিরা।
দিবসটি পালন করতে নোম্যান্সল্যান্ডে জড়ো হয় হাজারো মানুষ। উপস্থিত অতিথিদের কণ্ঠে ছিল ভবিষ্যতে আরো বড় করে এক মঞ্চে একুশ পালনের প্রত্যাশা।
সকালে উভয় দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন দিবসটি পালনে অংশ নেয়। ভাষা দিবসের মিলন মেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) ফুল দিয়ে শুভেচ্ছ জানায়।
এ সময় নোম্যান্সল্যান্ডে উপস্থিত ছিলেন- ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতি প্রিয় মল্লিক, যশোর জেলা প্রশাসক হুমায়ন কবীর, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম, পশ্চিমবঙ্গ জেলা সভাধিপতি রহিমা মন্ডল, ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫