ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: অন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে সাত দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বইমেলা শুরু হয়েছে।  
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এ বই মেলার উদ্বোধন করেন।


 
পঞ্চগড় জেলা প্রশাসন এ বইমেলার আয়োজন করেছে।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা মুন্তাজেরী দীনা, জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, উদীচীর পঞ্চগড় জেলা সভাপতি অধ্যক্ষ সফিকুল ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গিয়াসুদ্দীন প্রমুখ।
 
মেলায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২৬টি স্টলে অংশ নিয়েছে।

পঞ্চগড়ে জন্মগ্রহণকারী ভাষা আন্দোলনের অগ্রসৈনিক মোহাম্মদ সুলতানের নামে ২০১২ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ বইমেলার আয়োজন করে যাচ্ছে জেলা প্রশাসন।
 
এবারের বই মেলার মূল তোরণটি পঞ্চগড়ের অপর এক ভাষা সৈনিক আব্দুল কাদেরের নামে নির্মাণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।