ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পায়রা চত্বর ও শহীদ মসিউর রহমান সড়কে বাস মিনিবাস মালিক সমিতির অফিসে ৪টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাবুদ্দীন আজাদ বাংলানিউজকে জানান, এক ঘণ্টার ব্যবধানে শহরের পায়রাচত্বর ও বাস মালিক সমিতির অফিসে ককটেলের বিস্ফোরণ ঘটে।
ককটেল হামলার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ করেছে তা জানা যায়নি। হামলায় বাস মালিক সমিতির ভবনের গ্লাস ভেঙে গেছে।
এদিকে, ককটেল বিস্ফোরণের প্রতিবাদে শহরে তৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫