রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় শিক্ষিকার শ্লীলতাহানি দায়ে সাজ্জাদ হোসেন (২৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে আটকের পর দুপুরে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
রাজশাহীর বাগামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খাঁন জানান, শনিবার সকাল ১১ টার দিকে মোহনপুর উপজেলার তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা একুশে ফেব্রুয়ারি পালনের জন্য বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় সাজ্জাদ হোসেন ওই শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় শিক্ষিকা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে সাজ্জাদকে আটক করে। পরে পুলিশ এসে সাজ্জাদকে আটক করে থানায় নিয়ে যায়।
দুপুরে বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজ্জাদ হোসেনের এক বছরের কারাদণ্ড দেন। পরে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসিফ মাহমুদ জানান, দণ্ডবিধির ৫০৯ ধারায় ওই যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫