জয়পুরহাট: জয়পুরহাটে বাসা বদলের সময় কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি-তদন্ত) ভাড়া করা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের মালামালে আগুন ধরলেও কেউ হতাহত হননি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমী বাজারে এ নাশকতার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে বেশ কয়েকটি ট্রাক জয়পুরহাট থেকে বগুড়ার দিকে যাচ্ছিলো। পথে ১২-১৫ জনের একটি দুর্বৃত্তের দল মহাসড়কে গাছের গুড়ি ফেলে ঢাকা মেট্রো ১১-২০৩৯ নম্বরের একটি মিনি ট্রাকে হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ করে ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই ট্রাকে করে কালাই থানার ওসি বাসা বদলের মালামাল নিয়ে যাচ্ছিলেন।
পরে খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। একই সময়ে আরো একটি ট্রাকের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ট্রাকের চালক সাইমুল ইসলাম বলেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিরাজুল ইসলাম রংপুরের তারাগঞ্জ থেকে বাসা বাড়ির মালসামানা (আসবাবপত্র ও কাপড়) নিয়ে যাওয়ার পথে এ নাশকতা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গত এক মাস আগে ওসি-তদন্ত সিরাজুল ইসলাম কালাই থানায় যোগ দেন। আজকে (২১ ফেব্রুয়ারি) তিনি বাসা-বাড়ির মালামাল নিয়ে কালাই থানায় আসার পথে এ ঘটনা ঘটে।
এ নাশকতার পর পরই জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, নাশকতাকারীদের গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যেই অভিযানে নেমেছেন।
বাংলাদেশ সময় : ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫