ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোরশেদা (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বকুয়া ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের একটি আম গাছ থেকে হরিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
মোরশেদা বকুয়া (নয়াপাড়া) গ্রামের মুনিরুল ইসলামের মেয়ে। সে ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
বকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের জানান, শুক্রবার বিকেলে মোরশেদা বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু আর ফিরে আসেনি। শনিবার সকালে বকুয়া ইউনিয়ন পরিষদ ভবনের পিছনের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫