ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ৩২১ বোতল ফেন্সিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
খুলনায় ৩২১ বোতল ফেন্সিডিলসহ আটক ২ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় ৩২১ বোতল ফেন্সিডিলসহ রুহুল আমিন (৩৩) ও আল আমিন শেখ (২৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টা ২০ মিনিটে হরিণটানার হোগলাডাঙ্গায় পুলিশের চেক পোস্টে তাদের আটক করা হয়।



সোনাডাঙ্গা থানার সহকারী কমিশনার (এসি) শেখ বেলাল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের  ভিত্তিতে তার নেতৃত্বে হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) আনুকূল দাসের সঙ্গীয় একটি দল এ অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৬-৭৯৮৩) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে হরিণটানার হোগলাডাঙ্গায় পুলিশের চেক পোস্টে পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে রাখা মাছের ট্রলিতে অভিনব কায়দায় রাখা ৩২১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটক রুহুল আমিন কুমিল্লার দেবিদার থানার বাসিন্দা। তার বাবার নাম মানু মিয়া এবং আল আমিন সিরাজগঞ্জের ধানবান্দি এলাকার বাসিন্দা। তার বাবা আবু সাইদ শেখ।

বাংলাদেশ সময় : ০১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।