রামু (কক্সবাজার): কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গভীর জঙ্গলের ভেতর থেকে ইয়াছিন আরাফাত (১৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে রামু থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
আরাফাত উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ডাকভাঙা এলাকার মো. আবুল হাশেমের ছেলে।
হাশেম বাংলানিউজকে জানান, তার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী ছিল। কচ্ছপিয়ার ডাকভাঙা এলাকায় গভীর জঙ্গলের ভেতরে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ছেলেকে উদ্ধার করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহাম্মদ ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫