সাভার: সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে মহিষের আক্রমণে অজ্ঞাত নারীর (৬০) মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে দশ জন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া,নালিয়াসুর, শ্যামপুর, পূর্বহাটিয়াসহ একাধিক গ্রামে মহিষটি আক্রমণ চালায়।
প্রত্যক্ষদর্শী বাচ্চু মিয়া জানান, দুপুর থেকে মহিষটি ইউনিয়ন জুড়ে দৌঁড়াতে থাকে এবং যাকে সামনে পায় তাকেই আঘাত করতে থাকে। এসময় নালিয়াসুর চকের মাঝখানে এক বৃদ্ধা নারীকে মহিষটি আঘাত করলে গুরুতর জখম হন তিনি। পরে তাকে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, বিকেল ৩টায় পাগলা মহিষের আক্রমণে বৃদ্ধা নারীর মৃত্যুর খবর পেয়ে আমি আমার ব্যক্তিগত লাইসেন্স করা পিস্তল ও শর্টগান নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি প্রচুর মানুষের সমাগম। মহিষটি সামনে যাকেই পাচ্ছে তাকেই আঘাত করছে। উপস্থিত পুলিশকে গুলি করতে বললে গুলি করার অর্ডার নেই বলে তারা জানান।
পরে আমি শটগানের গুলি করে মহিষটিকে আহত করি এবং মৃত্যু নিশ্চিত করতে তাকে জবাই করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মহিষের মালিক ও ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময় : ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫