ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হোসাইন জাকিরের মৃত্যুতে শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
হোসাইন জাকিরের মৃত্যুতে শোক হোসাইন জাকির

ঢাকা: সাংবাদিক হোসাইন জাকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)। সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।


 
বিবৃতিতে তারা বলেন, সদা হাস্যজ্জ্বল হোসাইন জাকির বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন। এর মাধ্যমে তিনি দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে একদিকে নিষ্ঠাবান ও পরিশ্রমী সাংবাদিক হারিয়েছে গণমাধ্যম এবং অন্যদিকে গণমাধ্যমকর্মীরা তাদের এক প্রিয় সহকর্মীকে হারিয়েছেন।  

হোসাইন জাকির ২১ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর ডেল্টা হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। হোসাইন জাকির বেশ কিছু দিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দৈনিক যুগান্তর, আলোকিত বাংলাদেশ ও সবশেষ দৈনিক আজকের পত্রিকায় কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময় : ০৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।