তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার হাতবাস গ্রামের মির্জা আফসার উদ্দীনের ছেলে মাহবুবুর রহমান (২৮) ও চরগ্রামের মৃত সরফুদ্দিনের ছেলে লিটু পাড় (২৬)।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, আটক দুই যুবক ফেনসিডিল ব্যবসায়ী। আটকের পর রাত ২টার দিকে তালা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫