ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আতাইকুলায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
আতাইকুলায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট

পাবনা: পূর্ব বিরোধের জের ধরে পাবনার আতাইকুলা থানার কাছারপুর গ্রামে শফি খাঁ নামে এক ব্যক্তির বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক নামে দু’জনকে আটক করে পুলিশ।

আতাইকুলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে গঙ্গারামপুর গ্রামের আলম মোল্লা ও তার খালাতো ভাই শফি খাঁর মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে রাতে ১০/১৫ জন সশস্ত্র যুবক দরজা ভেঙে শফির ঘরে ঢোকে। এসময় তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালাপত্র লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও হামলার ঘটনায় জড়িত সন্দেহে ওই দুইজনকে আটক করে।

শফি খাঁ এ ব্যাপারে আতাইকুলা থানায় মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।