পাবনা: পূর্ব বিরোধের জের ধরে পাবনার আতাইকুলা থানার কাছারপুর গ্রামে শফি খাঁ নামে এক ব্যক্তির বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আতাইকুলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে গঙ্গারামপুর গ্রামের আলম মোল্লা ও তার খালাতো ভাই শফি খাঁর মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে রাতে ১০/১৫ জন সশস্ত্র যুবক দরজা ভেঙে শফির ঘরে ঢোকে। এসময় তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালাপত্র লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও হামলার ঘটনায় জড়িত সন্দেহে ওই দুইজনকে আটক করে।
শফি খাঁ এ ব্যাপারে আতাইকুলা থানায় মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫