ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরখানে নারীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
উত্তরখানে নারীকে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তরখান এলাকায় শিউলী রহমান (৩৪) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।



সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে  উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জান বিষয়টি জানান।

নিহত শিউলী শিউলি ওই এলাকার ময়নারটেকের আমিন উদ্দিনের মেয়ে বলে পুলিশ জানায়।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার দিনগত রাতে শিউলিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনরা ধারণা করছেন- টাকা-পয়সা লেনদেনের জের ধরে এ ঘটনা ঘটেছে।

নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আসাদুজ্জামান।

তিনি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ ঘটনায় কোনো মামলা না হলেও জিজ্ঞাসাবাদের জন্য তাজ রহমান (৩০) এবং শাহান শাহ (৩২) নামে দুইব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান এস আই আসাদ।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।