ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দশ বছর পর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দশ বছর পর গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: রায় প্রদানের দশ বছর পর গ্রেফতার হলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দু’জনকে অ্যাসিড নিক্ষেপের দায়ে ২০০৪ সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উজির মিয়াকে রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।



রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এ তথ্য জানায়। র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

২০০৩ সালের ৩০ অক্টোবর উজির মিয়া তার ভাবিসহ দু’জনকে অ্যাসিড নিক্ষেপ করেন। অ্যাসিড সন্ত্রাস দমন আইনের মামলায় এ অপরাধের দায়ে ২০০৪ সালের ২৮ জুন তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ডাদেশ প্রদান করেন আদালত।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।