সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। দ্রুততম সময়ে বাঁধ সংস্কার করা সম্ভব না হলে দুপুরের জোয়ারে নদ সংলগ্ন গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার লেবুবুনিয়ায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে এই ভাঙন দেখা দেয়।
স্থানীয় আসাদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালের প্রবল জোয়ারে লেবুবুনিয়ার প্রায় সাড়ে ৩শ’ ফুট এলাকায় ভাঙন সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ভাটা শুরু হওয়ায় পানি লোকালয়ে প্রবেশ করতে পারেনি। তখন থেকেই স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার শুরু করেছে। কিন্তু মাটির বাঁধ থাকছে না, সরে যাচ্ছে। দুপুরের মধ্যে বাধ সংস্কার করা না হলে গোটা এলাকা প্লাবিত হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুল আলম বলেন, ৫ শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কারে নিয়োজিত রয়েছে। কিন্তু কতদূর কি করা সম্ভব হবে, বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫