ঢাকা: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থেকে বিদেশি মদ ও বিয়ারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি ) দিবাগত রাত আড়াইটার দিকে এগুলো জব্দ করা হয়।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বাংলানিউজকে জানান, বনানী থেকে আসা বেপরোয়া গতির একটি প্রাইভেটকারকে সন্দেহবশত ধাওয়া করা হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে গিয়ে চালকসহ অন্যরা গাড়ি থামিয়ে পালিয়ে যান।
এ সময় গাড়িটি তল্লাশি করে ৫০৪ বোতল বিদেশি বিয়ার ও ৩৪ বোতল বিদেশি মদ পাওয়া যায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫