ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাঝপদ্মায় লঞ্চডুবি

৬৯ মৃতদেহ উদ্ধার, হস্তান্তর ৬৫, নিখোঁজ ১৪

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
৬৯ মৃতদেহ উদ্ধার, হস্তান্তর ৬৫, নিখোঁজ ১৪ ছবি : নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মাঝপদ্মায় লঞ্চডুবির ঘটনায় ৬৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হস্তান্তর করা হয়েছে ৬৫টি মৃতদেহ।

বাকি চারটি মৃতদেহের পরিচয় মেলেনি।   এ ঘটনায় নিখোঁজ রয়েছে ১৪ জন।

রোববার (২২ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসি সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাটে জেলা প্রশাসনের অস্থায়ী ম্যানেজমেন্ট সেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

এসময় তিনি আরো জানান, সোমবার রাত পৌনে ৩টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়। লঞ্চ ও নদীতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে ৬৯টি মৃতদেহ পাওয়া গেছে। সকাল ১০টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে নদীতে কোনো মৃতদেহ ভেসে উঠলে তা উদ্ধারের জন্য আরো কয়েকদিন কিছু উদ্ধার কর্মী কাজ করবে।

বিকেলে মধ্যে শনাক্ত না হলে অজ্ঞাতপরিচয় চারটি মৃতদেহ দুইদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হবে। ওই দুইদিনেও শনাক্ত না হলে মৃতদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।

এদিকে, কার্গোর ধাক্কায় ডুবে যাওয়ার ১৪ ঘণ্টা পর রাত পৌনে ৩টার দিকে লঞ্চটিকে টেনে তীরে তুলে আনে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

নিহতদের মধ্যে ২৩ নারী, ১৫ শিশু ও ৩১ জন পুরুষ রয়েছেন।

জানা যায়, ওই লঞ্চে ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইন ও রাজধানী এক্সপ্রেস নামে দুই বাসের যাত্রী ছিল।

এর আগে রোববার বেলা পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে সারবোঝাই কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। পাটুরিয়া লঞ্চঘাট শাখার সুপারভাইজার জুয়েল রানা বাংলানিউজকে জানান, লঞ্চটিতে দেড় শতাধিক যাত্রী ছিল।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

** মাঝপদ্মায় লঞ্চডুবিতে ৬৯ মৃতদেহ উদ্ধার, হস্তান্তর ৫৭
** পদ্মায় লঞ্চডুবিতে প্রাণহানি বেড়ে ৬৭
** দাদিকে দেখা হলো না মারুফার
** লঞ্চডুবিতে গোয়ালন্দে একই পরিবারের ৩ জনের মুত্যু
** ১৪ ঘণ্টা পর ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার
** ‘এত লাশ নিব কিভাবে’
** মা হারানো শোকে স্তব্ধ মেয়ে দুলা
** নানির লাশ দেখতে গিয়ে নিখোঁজ রুমা
** নারী-শিশুসহ ৪৩ মৃতদেহ উদ্ধার
** লঞ্চডুবিতে নিহতদের প্রতি জামায়াতের শোক
** দাদু আমার হাত ছেড়ে দিও না
** লঞ্চ ডুবির ঘটনায় তদন্ত কমিটি
** লঞ্চ উদ্ধারে নৌবাহিনীর ১১ ডুবুরি
** নিহতদের পরিবারকে সহায়তা ঘোষণা

** ৭ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ শতাধিক
** দুর্ঘটনাস্থলে যাচ্ছেন নৌমন্ত্রী
** নারীর মৃতদেহ উদ্ধার, নিখোঁজ শতাধিক
** ডুবে যাওয়া লঞ্চ শনাক্ত, চলছে উদ্ধারের প্রস্তুতি
** মাঝপদ্মায় লঞ্চডুবি, ব্যাপক হতাহতের আশঙ্কা
** ২ শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় লঞ্চডুবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।