ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

১৪ বিশিষ্ট নাগরিককে ক্ষমা করলেন ট্রাইব্যুনাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
১৪ বিশিষ্ট নাগরিককে ক্ষমা করলেন ট্রাইব্যুনাল

ঢাকা: নি:শর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত অবমাননার দায়ে ডেভিড বার্গম্যানকে দেওয়া সাজার বিরুদ্ধে বিবৃতি দানকারী দেশের ৪৯ জন বিশিষ্ট নাগরিকের মধ্যে ১৪ জনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বাকি ৩৫ জন নাগরিক ও একই রায় নিয়ে সম্পাদকীয় প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের সাময়িকী নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কি-না সে বিষয়ে আদেশের দিন আগামী ৩ মার্চ ধার্য করা হয়েছে।



চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) এসব আদেশ দেন।

ক্ষমা পাওয়া ১৪ বিশিষ্ট নাগরিক হলেন- ড. শাহদীন মালিক, হাফিজ উদ্দিন খান, বদিউল আলম আলম মজুমদার, রাশেদা কে চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, আমেনা মহসীন, সৈয়দা রিজওয়ানা হাসান, ড. আসিফ নজরুল, নায়লা জামান খান, শাহনাজ হুদা, জাকির হোসেন, অরুপ রাহী, শাহীন ‍আখতার ও ইলিরা দেওয়ান।  

যে ৩৫ জনের বিষয়ে ৩ মার্চ আদেশ দেওয়া হবে তাদের মধ্যে রয়েছেন- তামিমা আনাম, সেউতি সবুর, ড. ফোস্টিনা পারেরা, মাসুদ খান, মহিউদ্দিন আহমেদ, মো. নুর খান লিটন, আফসান চৌধুরী, ড. ফেরদৌস আজিম, হানা শামস আহমেদ, আনু মোহাম্মাদ, সামিয়া হক, আনুশেহ আনাদিল, লুবনা মরিয়ম, মুক্তা চৌধুরী, ড. জাফরুল্লাহ চৌধুরী, ড. আলী রিয়াজ, শিরিন হক, ড. পারভিন হাসান, ড. সি আর আবরার, ফরিদা আক্তার, ড. বিনা ডি কস্টা, রেহনুমা আহমেদ, ড. শহীদুল আলম, লিসা গাজী, ড. দীনা এম সিদ্দিকী, মুক্তশ্রী চাকমা, ড. জরিনা নাহার কবির, ড. সামিয়া হক, তীব্রা আলী, শবনম নাদিয়া, মাহমুদ রহমান, নাসরিন সিরাজ এ্যানি, সারাহ শাহাবুদ্দিন, দেলোয়ার হোসেন, রেজাউর রহমান ও এ এ জিয়াউর রহমান।        

আদালত অবমাননার দায়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনাল-২ এর দেওয়া জরিমানা ও এজলাসকক্ষে দাঁড়িয়ে থাকার সাজার রায়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন ৫০ বিশিষ্ট নাগরিক। ৫০ বিশিষ্টজনের মধ্যে একজন খুশি কবির পরে জানিয়েছিলেন, বিবৃতিটিতে তিনি স্বাক্ষর করেননি বা এর সঙ্গে তার সম্পর্ক নেই বলেও জানায় প্রথম আলো। এ কারণে খুশি কবিরকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বাকি ৪৯ জনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- সে মর্মে গত ১৪ জানুয়ারি ব্যাখ্যা চেয়েছিলেন ট্রাইব্যুনাল। ২৭ জানুয়ারির মধ্যে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হয়ে বা আইনজীবীদের মাধ্যমে বিবৃতি ও আচরণের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

অন্যদিকে সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার রায়ের বিষয়ে মন্তব্য প্রতিবেদন প্রকাশ করায় গত ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাময়িকী নিউইয়র্ক টাইমসকে শো’কজ করেছিলেন ট্রাইব্যুনাল। ২০ ফেব্রুয়ারির মধ্যে নিউইয়র্ক টাইমস কর্তৃপক্ষকে এ ব্যাপার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও পরে দিন পিছিয়ে ৩ মার্চ ধার্য করা হয়।

ক্ষমা পাওয়া ১৪ জন গত ২৭ জানুয়ারি নি:শর্ত ক্ষমা চান।

তাদের মধ্যে দু’জন ড. শাহদীন মালিক ও হাফিজ উদ্দিন খান ব্যাখ্যা প্রদান করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন তাদের আইনজীবী এম শামসুল হকের মাধ্যমে।  

আর ট্রাইব্যুনালে হাজির হয়ে রেজিস্ট্রারের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন বাকি ১২ জন। সোমবার তাদেরকে সঠিক ভাষায় লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে আধা ঘণ্টা সময় দেন ট্রাইব্যুনাল। পরে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার মাধ্যমে পুনরায় নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেছেন তারা।

তামিমা আনামও ২৭ জানুয়ারি নি:শর্তভাবে ক্ষমা চেয়েছিলেন। তবে তিনি সঠিক প্রক্রিয়ায় ক্ষমা না চাওয়ায় সোমবার তাকে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে ক্ষমা চাওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল।

ডা. জাফর উল্লাহ চৌধুরীসহ অপর ১০ জন মৌখিকভাবে ব্যাখ্যা প্রদান করে দুঃখ প্রকাশ করেন।   পরবর্তী ধার্য দিনে নিজেরাই শুনানি করবেন বলেও জানান তারা।

অন্য ২৫ জনের পক্ষে তাদের আইনজীবী ব্যারিস্টার আনিসুল হাসান ব্যাখ্যা প্রদানের জন্য ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন জানান। শুনানি শেষে ২৫ জনের মধ্যে বাংলাদেশে অবস্থানরত ১৪ জনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। ওই ১৪ জন আইনজীবী নিহাদ কবীরের মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিল করেন গত ৮ ফেব্রুয়ারি।

বাকি ১১ জন বিদেশ থেকে ই-মেইলের মাধ্যমে আইনজীবীর কাছে ব্যাখ্যা দেওয়ায় তাদেরকে উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে (পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে) ওই দিনই বিকেল তিনটার মধ্যে ব্যাখ্যা দিতে আদেশ দেন ট্রাইব্যুনাল। তারা দেশের বাইরে অবস্থান করায় ট্রাইব্যুনাল তার আদেশ সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের মাধ্যমে ওই ১১ জনকে অবহিত করা এবং তাদের ব্যাখ্যা সংগ্রহ করে ট্রাইব্যুনালে জমা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আদেশ দিয়েছিলেন। পরে তাদের ব্যাখ্যা পেয়েছেন ট্রাইব্যুনাল।

এদিকে সোমবার শিরিন হক ৮ জনের পক্ষে নিজেরাই শুনানি করবেন বলে জানালেও ট্রাইব্যুনাল তাদেরকে আইনজীবীর মাধ্যমে শুনানি করতে বলেছেন।
 
ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া মামলার বিষয়ে ব্যক্তিগত ব্লগে আপত্তিকর মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননার দায়ে ব্রিটিশ নাগরিক সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গত বছরের ২ ডিসেম্বর ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। তাকে ওইদিন ট্রাইব্যুনালের কার্যক্রম চলা পর্যন্ত এজলাসকক্ষে বসে থাকতেও হয়। রায়ে ডেভিড বার্গম্যান কিভাবে বাংলাদেশে সাংবাদিকতা করছেন, তা খতিয়ে দেখতে সরকারকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

পরে জরিমানা পরিশোধ করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ইংরেজি দৈনিক দ্য নিউএজের বিশেষ প্রতিনিধি। তিনি সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের জামাতা।

এরপর গত বছরের ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলোয় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছিল, এ রায়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তি একটি বিবৃতি দিয়েছেন।

এ প্রতিবেদন নজরে এলে গত বছরের ২৮ ডিসেম্বর দৈনিক প্রথম আলোকে রেজিস্ট্রারের মাধ্যমে ওই বিবৃতির মূল কপি ট্রাইব্যুনালে জমা দিতে আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

১৪ জানুয়ারি বিবৃতি দানকারী ৫০ বিশিষ্টজনের নাম-পরিচয় ও তাদের বর্তমান অবস্থানস্থল সম্পর্কে লিখিতভাবে জানান ড. শাহদীন মালিক। এর আগের দিন ১৩ জানুয়ারি রেজিস্ট্রারের মাধ্যমে প্রকাশিত সংবাদের ৫০ বিশিষ্টজনের স্বাক্ষরিত বিবৃতির মূল কপি ট্রাইব্যুনালে জমা দেয় প্রথম আলো। এছাড়া বিবৃতিটি প্রথম আলোর মেইলে ই-মেইল করে পাঠানো হয়েছিল লেখক ও সংগঠক হানা শামস আহমেদ এর মেইল থেকে। প্রথম আলো হানা শামস আহমেদের সম্পর্কেও জানায় ট্রাইব্যুনালকে।

অন্যদিকে বার্গম্যানের আদালত অবমাননার রায়ের পরে গত বছরের ২৩ ডিসেম্বর ‘Muzzling Speech in Bangladesh’ শিরোনামে নিউইয়র্ক টাইমসে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। ২৮ ডিসেম্বর প্রথম আলোকে আদেশ দানের পাশাপাশি এ সম্পাদকীয় নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন ট্রাইব্যুনাল। ওই সম্পাদকীয়তে বার্গম্যানের শাস্তি প্রত্যাহার করে নেওয়ার দাবি জানানোয় বিস্ময় প্রকাশও করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল ওইদিন তার আদেশে বলেন, দৈনিক প্রথম আলোয় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শিরোনামে প্রকাশিত সংবাদ এবং ‘Muzzling Speech in Bangladesh’ শিরোনামে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সম্পাদকীয় ভুল ধারণার ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এ ধরনের সংবাদ এবং সম্পাদকীয় প্রকাশ আদালতের মর্যাদাকে ক্ষুন্ন করে।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ওই সম্পাদকীয় নিয়ে বিস্ময় প্রকাশ করে ট্রাইব্যুনাল তার আদেশে বলেন, নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিচার ব্যবস্থাকে অবমাননা করেছে।

আদালত অবমাননার দায়ে ডেভিড বার্গম্যানের শাস্তি প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়ে প্রকাশিত সম্পাদকীয় নিয়ে ট্রাইব্যুনাল আরো বলেন, আমরা বুঝতে পারছি না, কিভাবে একটি বিদেশি দৈনিক একটি স্বাধীন দেশের আদালতের আদেশ প্রত্যাহার করতে বলে!

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।