ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ৮৪টি চোরাই মোবাইল ফোন সেটসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
শিবগঞ্জে ৮৪টি চোরাই মোবাইল ফোন সেটসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ পৌর এলাকার মা টেলিকমে অভিযান চালিয়ে ৮৪টি চোরাই মোবাইল ফোনসেটসহ দুই যুবককে আটক করেছে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের সদস্যরা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-মা টেলিকমের সত্ত্বাধিকারী মো. রানাউল ইসলাম শাহনাজ (৩০) ও তার ছোট ভাই সাকিল (২৮)। তারা শিবগঞ্জ পৌর এলাকার উপরটোলা গ্রামের মৃত আবু সায়েদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের সদস্যরা মা টেলিকম নামে মোবাইল ফোনের দোকানে অভিযান চালায়। এসময় চোরাই পথে আনা ৮৪টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। যার অনুমানিক দাম ছয় লাখ ৭২ হাজার টাকা।

এসময় দোকানের মালিক ও তার ভাইকে আটক করে টাস্কফোর্স।

নয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর শেখ মো. বজলুল হক জানান, এ ব্যাপারে মামলা দায়ের করে আটক দু’জনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।