ঢাকা: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে জনগনের হয়রানী ও প্রতারণা বন্ধে অভিযান চালিয়ে ৩০ দালালকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পাসপোর্ট অফিসের সামনে হঠাৎ এক অভিযান শুরু করে ৠাবের ভ্রাম্যমান আদালত।
অভিযান শেষে আগারগাঁও ৠাব-২ এর মূল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিয়ষটি জানানো হয়।
ৠাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান জানান, দীর্ঘদিন ধরে এইসব দালালরা পাসপোর্ট নিতে আসা লোকদের হয়রানী করে আসছিলো। তারা হয়রানীর পাশাপাশি প্রতারণাও করে আসছিলো। এছাড়াও তাদের অনেকে জাল পাসপোর্ট তৈরির কাজও করে থাকেন।
তিনি আরো আরো জানান, গ্রেফতারকৃত ৩০ দালালের প্রত্যেককে তাৎক্ষণিক ৩ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কোনো নারী দালাল নেই, সকলেই পুরুষ।
তাদের নাম-পরিচয় তালিকাভূক্ত করা হচ্ছে বিধায় তাৎক্ষণিক এইসব জানানো যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
অভিযানে দালালদের কাছ থেকে আসল ও জাল মিলিয়ে মোট ৫৮ টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এছাড়াও জাল পাসপোর্ট বানানোর একটি সিপিইউ উদ্ধার হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫