ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে বন্ধ, আরজিনার দায়িত্ব নিলেন পৌর মেয়র

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বাল্যবিয়ে বন্ধ, আরজিনার দায়িত্ব নিলেন পৌর মেয়র

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে বাল্যবিয়ের হাত রক্ষা পেয়েছে স্কুলছাত্রী আরজিনা খাতুন (১৩)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেনের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে থেকে রক্ষা পায় সপ্তম শ্রেণি পড়ুয়া আরজিনা।



এদিকে, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন দরিদ্র আরজিনার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন।

স্কুলছাত্রী আরজিনা ধনবাড়ীর চাতুটিয়া গ্রামের দিনমজুর আরফান আলীর মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে আরজিনার সঙ্গে জামালপুর জেলা সদরের রশিদপুর শেখপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে আরিফুলের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।

বিষয়টি ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের মাধ্যমে জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধের করেন।

বিয়ের ‍হাত থেকে রক্ষা পাওয়ায় উৎফুল্ল আরজিনা জানায়, বিয়েতে তার মত ছিল না। গরিব ঘরের সন্তান হওয়ায় আত্মীয়-স্বজনরা তাকে জোর করে বিয়ে দিচ্ছিলেন। সে পড়ালেখা করতে চায়।
 
সহকারী কমিশনার তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, প্রশাসনের পক্ষ থেকে মেয়েটিকে একটি সেলাই মেশিনের ব্যবস্থা করে দেওয়া হবে।

এছাড়া পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া দরিদ্র আরজিনার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। এখন থেকে মেয়েটির যাবতীয় খরচ তিনি বহন করবেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।