নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেলোয়ার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জিমখানা রেলওয়ে কলোনি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ওই শিশুর বাবার দায়ের করা মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ জানান, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে টাকার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুকে ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা করে বৃদ্ধ। ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বৃদ্ধকে গণধোলাই দিয়ে বেঁধে রাখে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫