ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
দিনাজপুরে ২ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় ৬ বোতল ফেনসিডিলসহ মহসিন আলী (৪৫) ও মোয়াজ্জেম হোসেন (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ৭ নম্বর উথরাইল ইউপির মালিগ্রাম বটতলা থেকে তাদের আটক করা  হয়।



দিনাজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ বাংলানিউজকে জানান, মহসিন আলী  ও মোয়াজ্জেম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। রাতে অভিযান চালিয়ে ছয় বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।