ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
টাঙ্গাইলে ককটেল বিস্ফোরণে পথচারী আহত প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলে শহরের ভিক্টোরিয়া রোডে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আ. খালেক (৩০) নামে এক  পথচারী গুরুতর আহত হয়।



সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত খালেক ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আমিনবাদ গ্রামের আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে খালেক শহরের ভিক্টোরিয়া রোড দিয়ে যাওয়ার সময় বিএনপির কার্যালয়ের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, আ. খালেকের কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এছাড়া মাটিতে পড়ে গিয়ে তার একটি হাতও ভেঙে গেছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।