ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে অস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বান্দরবানে অস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

বান্দরবান: বান্দরবানের আলীকদমে অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কানামাঝিঘাট এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়।



এরা হলেন-বাস চালক আনোয়ার হোসেন (৩৬), মঞ্জুর আলম (২৮), আবছার (২৭)। তারা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কানামাঝিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে একটি এলজি রাইফেল উদ্ধার করা হয়।

এ সময় অস্ত্র পাচারের অভিযোগে তিন যুবককে আটক করা হয়। তারা বাসের যাত্রী নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আলীকদম উপজেলায় যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। আটকদের বিরুদ্ধে আলীকদম থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।