ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে পাঁচ মণ জাটকা জব্দ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
গোদাগাড়ীতে পাঁচ মণ জাটকা জব্দ, জরিমানা

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে পাঁচ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সিঅ্যান্ডবি বরফ মিলে অভিযান চালিয়ে এ জাটকা উদ্ধার করা হয়।


 
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন জানান, বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় জাটকার মালিককে না পাওয়া গেলেও মজুদের অভিযোগে কারখানা মালিক আমিনুল ইসলামকে দু’হাজার টাকা জরিমানা করা হয়।

পরে উদ্ধারকৃত জাটকা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।