ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ শেখ হাসিনা ও আর কে ধাওয়ান

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষা‍ৎ করেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



সাক্ষাতে দু’দেশের নৌবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

সাক্ষা‍ৎকালে ভারতীয় নৌবাহিনী প্রধান বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর ও বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করেন।

বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ভারতীয় নৌবাহিনীর চমৎকার বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের কথা তুলে ধরে আর কে ধাওয়ান বলেন, দু’দেশের নৌবাহিনী পরস্পরের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে ভারতীয় নৌবাহিনীর অবদানের কথা স্মরণ করেন।

তেল-গ্যাসসহ সমুদ্র সম্পদকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর ‘ব্লু -ইকোনোমি’ ধারণার প্রশংসা করেন ভারতীয় নৌবাহিনী প্রধান।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।