ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে চোরাই প্রাইভেট কার উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
রাজশাহীতে চোরাই প্রাইভেট কার উদ্ধার

রাজশাহী: রাজশাহীতে চোরাই প্রাইভেট কার কেনাবেচা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় চোরাই প্রাইভেট কারসহ আটক ওই চক্রের সদস্যের নাম আবু রায়হান (২৮)।

রায়হান রাজশাহী মহাগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকার ইসমাইলের ছেলে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ সংলগ্ন বন্ধগেট এলাকা থেকে রায়হানকে চোরাই প্রাইভেট কারসহ আটক করা হয়। সে চোরাই প্রাইভেট কার বেচাকেনা চক্রের সক্রিয় সদস্য।

তাকে বর্তমানে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।