রাজশাহী: রাজশাহীতে চোরাই প্রাইভেট কার কেনাবেচা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় চোরাই প্রাইভেট কারসহ আটক ওই চক্রের সদস্যের নাম আবু রায়হান (২৮)।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ সংলগ্ন বন্ধগেট এলাকা থেকে রায়হানকে চোরাই প্রাইভেট কারসহ আটক করা হয়। সে চোরাই প্রাইভেট কার বেচাকেনা চক্রের সক্রিয় সদস্য।
তাকে বর্তমানে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫