গাইবান্ধা: চলমান আন্দোলনকে জনবিরোধী বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
সোমবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনো উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হরতাল-অবরোধের নামে ২০ দলের আন্দোলনে জনগণের কোনো আশা-আকাঙ্ক্ষা বা কোনো উন্নয়নের দাবির কথা নেই। একের পর এক হরতাল দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করছে। তাই জনগণ এ আন্দোলনকে প্রত্যাখান করেছে।
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, জোটনেত্রী খালেদা জিয়ার এ আন্দোলন জনগণের জন্য নয়। তিনি যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে ও জামায়াতের নিবন্ধন রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর আন্দোলনের নামে নাশকতা চালাচ্ছেন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন।
নাশকতার সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, এদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করা হবে।
বারকোনা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল, জেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, অধ্যাপক মমিতুল হক সরকার (নয়ন), উপজেলা শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ, বারকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এর আগে বারকোনো উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ঘোষণা করেন এবং ও জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষর্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫