রাজশাহী: রাজশাহীর মোহনপুর থেকে কষ্টি পাথরের মূর্তিসহ দু’জনকে আটক করেছে বিজিবি। রোববার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বড়াইল গ্রামে এ অভিযান তাদের আটক করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এইচ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, উপজেলার হাটরা গ্রামের মজিবুর রহমান (৫৫) এবং পার্শ্ববর্তী নওগাঁর মান্দা উপজেলার পুকুরিয়া গ্রামের দুলাল চন্দ্র হাওলাদার (৩৫)। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এইচ কামরুল হাসান জানান, উদ্ধারকৃত কষ্টি পাথরের ওজন তিন কেজি ৩০০ গ্রাম এবং আনুমানিক মূল্য তিন লাখ ৩০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫