ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রবার খুলনায় ইয়াং বাংলা ডিভিশনাল মিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
শুক্রবার খুলনায় ইয়াং বাংলা ডিভিশনাল মিট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) খুলনায় ইয়াং বাংলা ডিভিশনাল মিট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।



সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও ইয়াং বাংলার সদস্য রাজী মোহাম্মদ ফকরুল।

এ সময় উপস্থিত ছিলেন- ইয়াং বাংলার সদস্য ব্যারিস্টার শেখ নাঈম, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় ও মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার আনিসুর রহমান পপলু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইয়াং বাংলা বাংলাদেশের সর্বস্তরের যুবকদের সমন্বিত করে তাদের জাতীয় উন্নয়ন প্রক্রিয়া তথা রূপকল্প-২০২১-এ অন্তর্ভুক্ত করা। যুবসমাজের অর্জনসমূহকে প্রচারের মাধ্যমে উজ্জীবিত করা।

যুব সমাজের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দিতে ইয়াং বাংলা ২০১৪-১৫ সালের জন্য ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল’ এর সহযোগিতায় শুরু করতে যাচ্ছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য নিবন্ধন করতে খুলনা বিভাগের সকল সফল তরুণদের আহ্বান জানানো হয়।

ইয়াং বাংলা ডিভিশনাল মিট খুলনা অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) খুলনা জিলা স্কুল মাঠে বিকেল ৩টায়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ইয়াং বাংলা মিডিয়া টিমের মোবাইল নম্বর ০১৭৯৭-৬২৩৪৩৪, ০১৬১২-২৭২৯৩০, ০১৯৭৪-০০২৩৪৫ ও ০৯৬১২০০৯৯২২ এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।