কলকাতা: পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটলো আরও একজনের। মৃতের নাম অরুণ দত্তগুপ্ত।
এ নিয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে মোট পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এদিকে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০।
পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মোট ১শ’ ৬৮ জন রোগীর রক্ত পরীক্ষা করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত হতে নিষেধ করেছেন।
তিনি জানান, সোয়াইন ফ্লু’র উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে। রাজ্যের হাতে এ রোগ নিয়ন্ত্রণের যথেষ্ট পরিকাঠামো রয়েছে।
ইতিমধ্যেই সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীদের ভর্তি না করায় কলকাতার চার বেসরকারি হাসপাতালকে নোটিশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫