ঢাকা: রাজধানীর গুলশান-২ এর ১২৬নং রোড়ের ১২নং বাসার ছাদে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- বাড়ির মালিকের ছেলে আবরার সালাম, আরমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া সাত তলা ওই ভবনের একটি অংশ ধসে গেছে।
গুলশান জোনের সহকারী কমিশনার নূরুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫