ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে ককটেল বানাতে গিয়ে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
গুলশানে ককটেল বানাতে গিয়ে আহত ৩ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলশান-২ এর ১২৬নং রোড়ের ১২নং বাসার ছাদে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন।    আহতরা হলেন- বাড়ির মালিকের ছেলে আবরার সালাম, আরমান।

এছাড়া আরেকজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া সাত তলা ওই ভবনের একটি অংশ ধসে গেছে।

গুলশান জোনের সহকারী কমিশনার নূরুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।