নীলফামারী: শহীদ মুক্তিযোদ্ধা লে. কর্নেল মাহমুদ সাকলান স্মরণে স্মৃতিসৌধ নির্মিত হচ্ছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদায়।
সোমবার দুপুরে পারিবারিক জায়গায় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এএ মারুফ সাকলান।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা আ’লীগ সভাপতি এছরারুল হক, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, বাহাগিলি ইউনিয়ন আ’লীগ সভাপতি এমদাদুল হক, নিতাই ইউনিয়ন সভাপতি ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি রশিদুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী চৌধুরী বিপুল, ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ বারী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবু ও স্থপতি খায়রুজ্জামান বিপ্লব প্রমুখ।
উপজেলার বাজে ডুমড়িয়া গ্রামে মরহুম ডা. আইনুদ্দিনের ছেলে ও তার ছোট ভাইকে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হন।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫