ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে অপহৃত সুমন উদ্ধার হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
চারঘাটে অপহৃত সুমন উদ্ধার হয়নি

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে অপহৃত গরু ব্যবসায়ী সুমন দুই দিনেও উদ্ধার হয়নি।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অপহৃত হয় সুমন।

সে ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।  

অপহরণকারীরা এখন ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এ ব্যাপারে ইউসুফপুরের ৪ চোরাকারবারিকে আসামি করে চারঘাট থানায় অভিযোগ দিয়েছেন সুমনের মা তাজমা বেগম।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিহ) খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, সুমনের মায়ের দায়েরকৃত অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সুমনকে ফিরিয়ে আনার ব্যাপারে বিজিবি-বিএসএফ এর মধ্যে যোগাযোগ চলছে।

চারঘাট ইউসুফপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আখতার হোসেন জানান, সুমনকে ফিরিয়ে আনতে বিজিবি-৩৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের বাবনাবাদ ও কাগমারি বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে সেখান থেকে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।