ঢাকা: পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি।
দুঃখ প্রকাশ করে মোদী টুইটে লেখেন, বাংলাদেশে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার প্রার্থণা রইল।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনও টুইটের বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে দেড়শ’ যাত্রী নিয়ে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝপদ্মায় সার বোঝাই কার্গোর ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫