ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বদি-কামাল-মান্না বাংলাদেশে আর না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বদি-কামাল-মান্না বাংলাদেশে আর না

জাতীয় সংসদ ভবন থেকে: সংলাপের নামে যারা মানুষ মারার বৈধতা দেয় তারা বিশিষ্ট নয় উচ্ছিষ্ট নাগরিক বলে মন্তব্য করেন সরকারদলীয় সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেছা বাপ্পী। তিনি বলেন, বিশিষ্ট নাগরিক যারা সংলাপের নামে দেশের মানুষকে পুড়িয়ে মারার বৈধতা দেয়, জঙ্গির সঙ্গে সংলাপ করে জঙ্গির বাড়িতে ছুটে যায়।

যারা একবারের জন্যও বার্ন ইউনিটে যায় না। তারা বিশিষ্ট নয় উচ্ছিষ্ট। ওই উচ্ছিষ্ট নাগরিকদের কথায় কোনো সংলাপ নয়।
 
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
 
বাপ্পী বলেন, নষ্ট মান্না আর ভুজালি খোকা। যে খোকা সিনেমার টিকিট চুরি করে ধরা খেয়েছিল, তখন তার গাল কেটে দিয়েছিল। গাল কাটা খোকা আর নষ্ট মান্না বাংলাদেশের মানুষকে মারার ষড়যন্ত্র করছে। ওই মান্না খোকা মানুষের লাশ চায়। অবিলম্বে ওদের গ্রেফতার করতে হবে।
 
তিনি বলেন, ড. কামাল বিয়ে করেছেন পাকিস্তানিকে। মেয়ে বিয়ে দিয়েছেন ইহুদির সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গিয়ে বঙ্গবন্ধুর মাথা হেট করে দিয়েছিলেন। বন্ধ করেন এসব ভাওতাবাজী। জনগণ ফুঁসে উঠেছে। তারা ক্ষেপে উঠলে কোনো সন্ত্রাসীর আর কোনো উপায় থাকে না।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার -বদি, কামাল হোসেন –কামাল, মাহমুদুর রহমান মান্নাকে সংক্ষেপে তিনি বলেন, বদি-কামাল-মান্না বাংলাদেশে আর না।
 
বিএনপির সমালোচনা করে বলেন, জালিয়াতের দল এই বিএনপি। এরা ৬ মার্কিন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করেছে। বিজেপি প্রধান অমিত শাহ নাকি খালেদাকে ফোন করেছে বলে মিথ্যাচার করেছে। বেইমান, মুনাফেক দল। মুখে ইসলামের কথা বলে আর ঈদে মিলাদুন নবী (সা.)’র দিন হরতাল দেয়। ইজতেমার সময় অবরোধ পালন করে। পুড়ায় কোরআন শরিফ আর মসজিদে আগুন দেয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে খালেদা।
 
ফজিলাতুন নেছা বাপ্পী বলেন, খালেদা জিয়া যে আস্তানা থেকে মানুষ পুড়িয়ে মারার হুকুম দেন। ওই আস্তানা গুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের এক ইঞ্চি মাটিতে কোনো সন্ত্রাসীর আস্তানা থাকতে পারে না।
 
তিনি আরও বলেন, খালেদা নিজে মেট্রিক ফেল তাই দেশের মানুষকে শিক্ষিত করতে দেবেন না। এ জন্য এসএসসি’র (মাধ্যমিক) সময় টানা হরতাল দিচ্ছেন। মেট্রিক ফেল খালেদা জনগণ থেকে আলাদা।
 
এ সময় খালেদাকে গ্রেফতারেরও জোর দাবি করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।