ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
চকরিয়ায় অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি দেশিয় তৈরি এলজিসহ সাবোতুর জামির (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে খুটাখালী ইউনিয়নের উত্তর মেধাকচ্ছপিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।



জামির ডুলাহাজারা ইউনিয়নের বালুরজর গ্রামের নূর আহম্মদের ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ বাংলানিউজকে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত এ অস্ত্র ব্যবসায়ীকে পাহাড়ের একটি আস্তানা  থেকে আটক করা হয়। জামিরের পরিবার অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তারা অস্ত্রের কারিগরও।

আটক জামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১২০ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।