ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাঁজা রাখার দায়ে মোরেলগঞ্জে যুবকের কারাদন্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
গাঁজা রাখার দায়ে মোরেলগঞ্জে যুবকের কারাদন্ড ছবি: প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা রাখার দায়ে মো. রুম্মান মোল্লা (২২) নামে এক তরুণকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম এ কারাদণ্ড দেন।

রুম্মানকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মো. রুম্মান মোল্লা বারইখালী ইউনিয়নের উত্তর বারইখালী গ্রামের মো. আবু সালেক মোল্লার ছেলে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম বাংলানিউজকে জানান, নেশায় আসক্ত হয়ে পড়া ছেলের আচরণে বিরক্ত হয়ে কয়েক দিন আগে রুম্মানের বাবা তার কাছে একটি লিখিত অভিযোগ করেন।

সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার উত্তর বারইখালী গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একশ গ্রাম গাঁজাসহ ওই তরুণকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। পরে তার বাবা ও মায়ের দেওয়া সাক্ষ্য অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।