ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ফ্ল্যাট বাসা থেকে সরকারি হাসপাতালের জন্য দেওয়া বিপুলসংখ্যক বিক্রয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের পশ্চিম পাইকপাড়ার চামেলীবাগ এলাকার প্রকৌশলী ফজলে এলাহীর ‘অভিলাষ’ নামে দুইতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ এসব ওষুধ উদ্ধার করে।
এ সময় এমদাদ হোসেন (৫০) নামে একজনকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বাংলানিউজকে জানান, ওই বাড়িতে সরকারি হাসপাতালের ওষুধ মজুদ করে তা বাইরে খোলাবাজারে বিক্রি করা হতো। গোপন খবরে অভিযান চালিয়ে প্রচুরসংখ্যক স্যালাইন, ইনজেকশন, জন্মনিয়ন্ত্রণের পিল, কনডম, অ্যান্টিবায়োটিক মলম উদ্ধার করা হয়।
সরকারি হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের থেকে এসব ওষুধ চোরাইভাবে সংগ্রহ করে তা প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে আসছিল এ চক্র।
এ ব্যাপারে তদন্ত চলছে এবং থানায় মামলা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫