ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
জয়পুরহাটে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া মোড়ে চালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৪০ বোতল ফেনসিডিলসহ চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। এসময় ট্রাকটি জব্দ করা হয়েছে।



মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার খালেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন-বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজলু গ্রামের ট্রাকচালক জুয়েল হোসেন ও তার সহকারী একই এলাকার আবু হানিফ।

পুলিশ জানায়, দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর থেকে চাল নিয়ে একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পথে জয়পুরহাটের বানিয়াপাড়া মোড়ে সহকারী পুলিশ সুপার খালেদুজ্জামান ও বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এসময় ট্রাকে ৭৪০ বোতল ফেনসিডিল পাওয়ায় চালক ও সহকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান সহকারী পুলিশ সুপার খালেদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।