ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিশুতোষ বই আহবান

সেরা লেখক-আঁকিয়ে পুরস্কার দেবে ছোটদের মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
সেরা লেখক-আঁকিয়ে পুরস্কার দেবে ছোটদের মেলা ছবি: প্রতীকী

ঢাকা: এবারও বইমেলায় প্রকাশিত শিশু সাহিত্যের সেরা বইয়ের লেখক ও প্রচ্ছদ শিল্পীদেরকে পুরস্কার দেবে ছোটদের মেলা। উপন্যাস, গল্প, ছড়া-কবিতা, মুক্তিযুদ্ধ, সেরা আঁকিয়ে, প্রথম বই, কল্পবিজ্ঞান, তরুণ লেখক ও জীবনী-পরিবেশসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।



এবার নিয়ে চতুর্থবারের মতো এ পুরস্কার দিতে যাচ্ছে ছোটদের বই প্রকাশনা প্রতিষ্ঠানটি। এর আগের তিন বইমেলায় পুরস্কার পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিশু সাহিত্যিক ও প্রচ্ছদ শিল্পীরা।

এ আয়োজনে সম্পৃক্ত হতে অমর একুশে গ্রন্থমেলা-২০১৫ এ প্রকাশিত শিশুতোষ বইয়ের ৩ কপি করে জমা দিতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বই জমা দিতে হবে। এরপর বাছাই শেষে মার্চের দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

বই জমা দিতে হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘শিশু কর্নার’ এর ৪৮৮ নম্বর ‘ছোটদের মেলা’র স্টলে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।