টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ৪৫ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ আন্তঃজেলা তিন সোনা চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের থানা রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন-গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁনপুর গ্রামের মৃত আলম সিকদারের ছেলে কোরবান আলী (৬৫), একই গ্রামের লিয়াকত আলীর ছেলে আরিফ হোসেন (২৮) ও টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে হাবিবুর রহমান(২৫)।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক বাংলানিউজকে জানান, স্বর্ণের বারগুলো তারা চোরাইপথে এনে মির্জাপুরে বিভিন্ন স্বর্ণের দোকানে বিক্রির জন্য এনেছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে জানান। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫