শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় গোকুল (৪০) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় তিনিসহ অটোরিকশার তিন যাত্রী আহত হন।
গোকুল উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবালা গ্রামের মৃত হিলিমানের ছেলে। নিহতের ভাগ্নে কামরুজ্জামান বাবু বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত অপর দুই ব্যক্তি হলেন- একই গ্রামের আমির হোসেনের ছেলে আলা (৩৫) ও ছাবের উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোকুল, আলা ও রাজ্জাক অটোরিকশায় করে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড হয়ে ধুনটমোড়ে অবস্থিত বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে, একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তারা আহত হন।
তাদের মধ্যে- আশঙ্কাজনক অবস্থায় গোকুলকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে, ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫