বরিশাল: পরিবেশ দূষণের দায়ে বরিশালে তিনটি ইটভাটার ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বরিশালের বানারীপাড়া উপজেলার মাছরং ও কাজলাহার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানায়, ১২০ ফুট চিমনি বিশিষ্ট ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে এলাকার পরিবেশ দূষণের দায়ে বানারীপাড়া উপজেলার মাছরং এলাকার আশিকুল ইসলামের মেসার্স বি বি সি ব্রিকসকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে কাজলাহার এলাকার আব্দুস সালাম গোলন্দাজের মেসার্স এ বি সি ব্রিকস-১ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসক কর্তৃক ইট পোড়ানো লাইসেন্স না থাকায় কাজলাহার এলাকার আব্দুস সালাম গোলন্দাজের মেসার্স এ বি সি ব্রিকস-২ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) এ এইচ এম রাসেদ, সিনিয়র টেকনিশিয়ান আব্দুল মালেক মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫