ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাটোর আইনজীবী সমিতির নির্বাচনের ফল প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
নাটোর আইনজীবী সমিতির নির্বাচনের ফল প্রকাশ

নাটোর: নাটোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিজয়ী হয়েছে।

সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী বিজয়ী হয়েছেন।



নাটোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার লোকমান হোসেন মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ, জুনিয়র সহ সভাপতি শাসসুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কোষাধ্যক্ষ কাজী তাজ উদ্দিন আহমেদ, পাঠাগার সম্পাদক আতিকুল হক, নিরিক্ষণ সম্পাদক আঞ্জুয়ারা পারভীন, ম্যাগাজিন সম্পাদক মোহাম্মদ দিলনেওয়াজ, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও মহিলা সম্পাদিকা আরজুমান্দ বানু নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী রুহুল আমিন তালুকদার বিজয়ী হয়েছেন।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১১টি পদে সমিতির ২৫৮ জন ভোটার ভোট দেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।