ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাগরিক ঐক্যের মুখোশ খুলে গেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
নাগরিক ঐক্যের মুখোশ খুলে গেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: নাগরিক ঐক্যের মুখোশ জনগণের কাছে উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, নাগরিক ঐক্যের নামে এই সরকারকে অস্থিতিশীল সরকারে পরিণত করতে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা ফাঁস হয়ে গেছে। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। তাদের ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সজাগ থাকতে হবে।  

এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা ত্রাণ কর্মকর্তা আবু হেনা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গফুর মন্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুল বাকি, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

এর আগে ফুলছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা কমিটির সভায় বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার।

এ সময় শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।