সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এসএস রোডের একটি বিপণিবিতানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এটি উদ্ধার করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাইম হোসেন বাংলানিউজকে জানান, রাতে দুর্বৃত্তরা এসএস রোডের একটি বিপণিবিতানের সামনে ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। তবে, সেটি বিস্ফোরিত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলটি উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫